ডিজিটাল বাংলাদেশের যুগে অনলাইন প্রতারণার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। ফেসবুক মার্কেটপ্লেস, ই-কমার্স সাইট এবং মোবাইল ব্যাংকিংয়ে নিরাপদ থাকতে এই তথ্য জেনে রাখুন কিভাবে সহজেই চিনবেন অনলাইন স্ক্যামারদের।
শেয়ার করুন
• অনলাইনে সহজে কাউকে বিশ্বাস করবেন না
• বিকাশ/নগদে টাকা সেন্ড মানি অপশন এড়িয়ে চলুন
• পণ্য হাতে পাওয়ার আগে ফুল পেমেন্ট করবেন না
১. প্রতিটি লেনদেনের স্ক্রিনশট সংরক্ষণ করুন
২. জরুরী প্রয়োজনে কল করুন (৯৯৯) এ
৩. অনলাইন শপের বা ব্র্যান্ড চেক করুন এই টুল এ
🔍 জনপ্রিয় সার্চ কীওয়ার্ড: অনলাইন প্রতারণা থেকে বাঁচার উপায়, ফেসবুক স্ক্যামার চেক করার নিয়ম, ই-কমার্স সাইট ও প্রতারণা চেনার উপায়, মোবাইল ব্যাংকিং অনলাইন নিরাপত্তা টিপস ।